Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

ক্ষুদ্রসেচ উইং এর পটভূমি

ক্ষুদ্রসেচ উইং

কৃষি প্রধান বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিএডিসি’র ক্ষুদ্রসেচ উইং এর ভূমিকা অপরিহার্য। ১৯৬০ এর দশকে মাত্র ১,৫৫৫টি শক্তিচালিত পাম্পের মাধ্যমে বিএডিসি কর্তৃক দেশে আধুনিক সেচ ও কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থার প্রচলন ঘটে। ক্ষুদ্রসেচ উইং বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির ভারসাম্যপূর্ণ ব্যবহারে সেচ ও কৃষি যান্ত্রিকীকরণের সুবিধা সম্প্রসারণ করে খাদ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশে মোট আবাদি জমির পরিমান ৮০.৮২ লক্ষ  হেক্টর। ২০২৩-২৪ সেচ মৌসুমে সারাদেশে সেচকৃত জমির পরিমাণ ৫৭.৬৯ লক্ষ হেক্টর। খাদ্য উৎপাদনে দেশে দুই ধরনের সেচ কার্যক্রম প্রচলিত আছে- বৃহৎ সেচ ও ক্ষুদ্র সেচ। রবি মৌসুমে ক্ষুদ্র সেচের মাধ্যমে ৯৫% এবং বৃহৎ সেচের মাধ্যমে ৫% জমিতে সেচ প্রদান করা হচ্ছে। তন্মধ্যে সারাদেশে ভূপরিস্থ পানির সাহায্যে ২৭.৯৩% এবং ভূগর্ভস্থ পানির সাহায্যে ৭২.০৭% জমিতে সেচ প্রদান করা হচ্ছে। পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও কৃষি ব্যবস্থায় যান্ত্রিকীকরণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি (SDG) বাস্তবায়ন, এবং শতবর্ষী ব-দ্বীপ পরিকল্পনা (Delta plan-2100) এর আলোকে বিএডিসি ক্ষুদ্রসেচ উইং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বহুমুখী সেচ সেবা কার্যক্রম গ্রহণ করেছে:

  • প্রযুক্তিনির্ভর দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনয়ন;
  • খাল/নালা/পুকুর খনন/পুনঃখনন/সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভূপরিস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণপূর্বক সেচ সুবিধা সম্প্রসারণ এবং ভূগর্ভস্থ নিষ্কাশন নালা নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ করে অনাবাদি জমি চাষের আওতায় আনয়ন ও ফসলের নিবিড়তা বৃদ্ধি;
  • ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সমন্বিত ব্যবস্থাপনার জন্য ডুয়েল সোর্স পাম্পিং সিস্টেম প্রবর্তনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি;
  • ভৌগলিক অবস্থানভিত্তিক জলবায়ুসহিষ্ণু সেচ ব্যবস্থা গড়ে তোলা;
  • পাহাড়, চরাঞ্চল, উপকূল, হাওড় এবং বরেন্দ্র এলাকায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করে সেচ এলাকা সম্প্রসারণ;
  • সেচ কাজে সৌরশক্তিসহ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি;
  • অচল/অকেজো গভীর/ফোর্সমোড নলকূপ সচলকরণের মাধ্যমে লাগসই ও টেকসই সেচ সুবিধা সম্প্রসারণ;
  • সেচযন্ত্রে স্মার্ট কার্ড বেইজড প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচের পানির অপচয় রোধকরণ;
  • সেচ কাজে ভূপরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে লাগসই ও টেকসই প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ ও সুসংহত করার কার্যক্রম গ্রহণ (যেমন: রাবার/হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ);
  • সৌরশক্তিচালিত পাতকুয়া (Dugwell) স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ;
  • পাহাড়ি এলাকায় আর্টেশিয়ান নলকূপ (Artesian Well) স্থাপনের মাধ্যমে কম খরচে সেচ সুবিধা সম্প্রসারণ;
  • পানি-সাশ্রয়ী AWD, বারিড পাইপ ও পাকা সেচনালা, আধুনিক ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সেচ এলাকা (Command Area) সম্প্রসারণ, সেচের পানির অপচয়রোধ, সেচ খরচ হ্রাস, সেচের নিবিড়তা এবং সেচ দক্ষতা বৃদ্ধিকরণ;
  • ভূপরিস্থ পানির প্রাপ্যতাবিহীন এলাকায় ফোর্সমোড নলকূপ স্থাপন;
  • সেচ, পানি ব্যবস্থাপনা ও কৃষি যান্ত্রিকীকরণের ওপর একটি কেন্দ্রীয় তথ্য ভান্ডার গড়ে তোলা এবং মাঠ পর্যায়ে কৃষক পর্যন্ত ওয়েব পোর্টালের মাধ্যমে পৌঁছানো;
  • পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পরিবেশবান্ধব পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ ও রপ্তানিযোগ্য সবজি, ফুল ও ফল উৎপাদন বৃদ্ধিকরণ;
  • বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ করে সেচ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ;
  • ভূগর্ভস্থ লবণ পানির অনুপ্রবেশ মনিটরিং এর মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ পানির লবণাক্ততা পর্যবেক্ষণ এবং লবণাক্ততা নিরূপণের মাধ্যমে Salinity Intrusion Map তৈরিকরণ;
  • ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে সেচযন্ত্র, সেচ এলাকা, সেচের পানি ইত্যাদির নিয়মিত জরিপ, অনুসন্ধান, পানির গুণাগুণ পরীক্ষাকরণ, ভূগর্ভস্থ পানি মনিটরিং এ ডাটা লগার স্থাপন এবং পর্যবেক্ষণ নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ স্থিতিশীল পানির স্তর পরিমাপ করে Ground Water Zoning Map তৈরিকরণ;
  • সেচ সেবা সহজিকরণে উত্তম কৃষি চর্চা ও অত্যাধুনিক প্রযুক্তির (স্পেস টেকনোলজি, রিমোট সেন্সিং ও জিআইএস এবং জিওফিজিক্যাল সার্ভে) ব্যবহার নিশ্চিতকরণ;
  • সেচযন্ত্র ও সেচ অবকাঠামো পরিচালনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের মাধ্যমে আধুনিক ও দক্ষ  সেচ ব্যবস্থাপনা গড়ে তোলা;
  • সেচ বিভাগসহ অন্যান্য উইং এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/অধিদপ্তরের অফিস ভবন/স্থাপনা নির্মাণ, মেরামত রক্ষণাবেক্ষণকরণ;
  • মাঠ পর্যায়ে কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৮ ও কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিধিমালা-২০১৯ অনুযায়ী সেচযন্ত্রের লাইসেন্স প্রদান এবং সেচ যন্ত্রের লাইসেন্স প্রদান কার্যক্রম অনলাইনে সম্পাদন;
  • সংস্থার নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য পিপিআর/সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি ও নবায়নের ব্যবস্থা গ্রহণ;
  • নির্মাণ কাজের ড্রইং, ডিজাইন ও প্রাক্কলন প্রণয়ন এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নে কারিগরি দিক নির্দেশনা প্রদান;
  • কৃষি মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থার চাহিদার প্রেক্ষিতে নির্মাণ কাজের প্রয়োজনীয় ড্রইং, ডিজাইন, প্রাক্কলন প্রনয়ণ ও বাস্তবায়ন;
  • প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির বিস্তারের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন;
  • সর্বোপরি কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে সহায়তা প্রদান।

ফসলের ফলন পার্থক্য (Yield Gap) কমানো:

  • সময়মত ও পরিমাণমত ফসলে সেচের ব্যবস্থা করা;
  • কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে পরিবেশের সাথে তাল মিলিয়ে স্বল্প সময়ে কৃষি জমি তৈরি, ফসল সংগ্রহ, কর্তন এবং পরবর্তী ফসল নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা;
  • অন ফার্ম ওয়াটার ম্যানেজমেন্ট” বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তোলা।

২০৩০ সাল হালণাগাদ এসডিজি (SDG) বাস্তবায়নের লক্ষ্যে বিএডিসি ক্ষুদ্রসেচ উইং এর ভিশন:

  • বিএডিসি’র মাধ্যমে ৭.০৪  লক্ষ হেক্টর থেকে ৭.৬০ লক্ষ হেক্টর সেচ এলাকা সম্প্রসারণ ও টেকসইকরণ;
  • সেচ দক্ষতা ৩৮% থেকে ৪০% এ উন্নীতকরণ;
  • সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহার ২৮% থেকে ৩০% এ উন্নীতকরণ; 
  • সেচ কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার ৭২% থেকে ৭০% এ হ্রাসকরণ।

বিএডিসি ক্ষুদ্রসেচ উইংয়ের কার্যক্রম (জুন, ২০২৪ পর্যন্ত)

ক্রমিক নং

কার্যক্রমের নাম

একক

মোট

১.

খাল/নালা খনন/পুনঃখনন/সংস্কারকরণ

কি.মি.

১২৯৩৭

২.

ভ‚পরিস্থ সেচনালা নির্মাণ

কি.মি.

৩৩১৯

৩.

ভ‚গর্ভস্থ সেচনালা নির্মাণ (বারিড পাইপ)

কি.মি.

১৩৫৭২

৪.

সেচ অবকাঠামো নির্মাণ

সংখ্যা

১৩৬১০

৫.

সেচযন্ত্র বৈদ্যুতিকরণ

সংখ্যা

৭১৪৬

৬.

বেড়ী বাঁধ/ফসল রক্ষা বাঁধ নির্মাণ

কি.মি.

৩০১

৭.

পাহাড়ী এলাকায় ঝিরি বাঁধ নির্মাণ

সংখ্যা

২৪০

৮.

গভীর নলকুপ স্থাপন (পুরাতন ৯২৬৭ + নতুন ২২৯৬)

সংখ্যা

১১৫৬৩

৯.

গভীর নলকূপ পুনর্বাসন

সংখ্যা

২০৫৬

১০.

অগভীর নলকূপ স্থাপন

সংখ্যা

২০২

১১.

আর্টেশিয়ান নলকূপ স্থাপন

সংখ্যা

৫৭৪

১২.

শক্তিচালিত/ ভাসমান পাম্প স্থাপন ও ক্ষেত্রায়ণ

সংখ্যা

৯৬০৮

১৩.

সৌরশক্তিচালিত সেচ পাম্প স্থাপন

সংখ্যা

৭০৮

১৪.

সৌরশক্তিচালিত ডাগওয়েল স্থাপন

সংখ্যা

৪৪৯

১৫.

ডাগওয়েল স্থাপন

সংখ্যা

৬৮

১৬.

রাবার ড্যাম নির্মাণ

সংখ্যা

১৪

১৭.

হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ

সংখ্যা

১৮.

সেনিপা সংগ্রহ এবং বিতরণ

সংখ্যা

৪৭১৮০

১৯.

ফিতা পাইপ সংগ্রহ এবং বিতরণ

কি.মি.

৫৮৪

২০.

স্মার্টকার্ড প্রিপেইড মিটার স্থাপন

সংখ্যা

২৫৪৫

২১.

ভ‚গর্ভস্থ পানিতল পর্যবেক্ষণ নলক‚প স্থাপন

সংখ্যা

১৫৩৫

২২.

ভ‚গর্ভস্থ পানির লবণাক্ততা পর্যবেক্ষণ নলক‚প স্থাপন

সংখ্যা

২৮৬

২৩.

ভ‚গর্ভস্থ পানিতল পর্যবেক্ষণ অটো ওয়াটার লেভেল রেকর্ডার স্থাপন

সংখ্যা

২০১

২৪.

ভ‚গর্ভস্থ পানির স্তর মনিটরিং ডাটা লগার স্থাপন

সংখ্যা

৪০০

২৫.

ভ‚গর্ভস্থ পানির লবণাক্ততা মনিটরিং ডাটা লগার স্থাপন

সংখ্যা

২১৫

২৬.

ভ‚গর্ভস্থ ও ভ‚পরিস্থ পানির রাসায়নিক গুণাগুণ পরীক্ষা

স্যাম্পল

২২৫৯

২৭.

পোর্টেবল সেচ বিতরণ ব্যবস্থা নির্মাণ

সংখ্যা

১৫

২৮.

নিরাপদ ফুল ও সবজি উৎপাদনে পলিশেড নির্মাণ

সংখ্যা

১১

২৯.

স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রদর্শনী প্লট স্থাপন

সংখ্যা

২৬

৩০.

ড্রিপ সেচ ব্যবস্থার প্রদর্শনী প্লট স্থাপন

সংখ্যা

১৮১

৩১.

বিএডিসির অফিস ভবন নির্মাণ

সংখ্যা

১৩৯

৩২.

প্রশিক্ষণ (কৃষক/ ফিল্ডম্যান/ ম্যানেজার/ অপারেটর)

জন

২০৯৩৭৬

৩৩.

রেইন ওয়াটার হারভেস্টিং

সংখ্যা

৩৪৬০

৩৪.

গোপাট নির্মাণ

কি.মি.

৪৭

৩৫.

জলাবদ্ধতা দূরীকরণ

হেক্টর

৯৯৭২০

৩৬.

ভূগর্ভস্থ নিষ্কাশন নালা

কি.মি.

৪৬

৩৭.

সেচ এলাকা সম্প্রসারণ

লক্ষ হেক্টর

০.২১

৩৮.

মোট সেচকৃত এলাকা

লক্ষ হেক্টর

৭.০৪

 

বিএডিসি ক্ষুদ্রসেচ উইংয়ের কার্যক্রমের ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা

ক্রমিক নং

কার্যক্রমের নাম

একক

লক্ষ্যমাত্রা

১.

খাল/নালা খনন/পুনঃখনন/সংস্কারকরণ

কি.মি.

৬৮৪

২.

ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ (বারিড পাইপ)

কি.মি.

৯৬৩

৩.

সেচ অবকাঠামো নির্মাণ

সংখ্যা

১৩৬৩

৪.

সেচযন্ত্র বৈদ্যুতিকরণ

সংখ্যা

৫৯৬

৫.

বেড়ী বাঁধ/ফসল রক্ষা বাঁধ নির্মাণ

কি.মি.

৪৪

৬.

পাহাড়ী এলাকায় ঝিরি বাঁধ নির্মাণ

সংখ্যা

৭.

গভীর নলকূপ পুনর্বাসন

সংখ্যা

৩১

৮.

আর্টেশিয়ান নলকূপ স্থাপন

সংখ্যা

১৯৫

৯.

শক্তিচালিত/ ভাসমান পাম্প স্থাপন ও ক্ষেত্রায়ণ

সংখ্যা

৫৭৩

১০.

সৌরশক্তিচালিত সেচ পাম্প স্থাপন

সংখ্যা

৪৮

১১.

সৌরশক্তিচালিত ডাগওয়েল স্থাপন

সংখ্যা

৫২

১২.

ডাগওয়েল স্থাপন

সংখ্যা

১৩.

সেনিপা সংগ্রহ এবং বিতরণ

সংখ্যা

৭৫২০০

১৪.

ফিতা পাইপ সংগ্রহ এবং বিতরণ

মিটার

৭২০০

১৫.

নিরাপদ ফুল ও সবজি উৎপাদনে পলিশেড নির্মাণ

সংখ্যা

১৬.

স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রদর্শনী প্লট স্থাপন

সংখ্যা

৬৯

১৭.

ড্রিপ সেচ ব্যবস্থার প্রদর্শনী প্লট স্থাপন

সংখ্যা

৩৭

১৮.

নতুন অবকাঠামো নির্মাণ (অফিস ভবন/ডরমেটরি কাম ট্রেনিং সেন্টার)

সংখ্যা

১৯.

বিএডিসি’র বিদ্যমান অবকাঠামোসমূহ সংস্কার ও অধুনিকীকরণ

সংখ্যা

২০.

প্রশিক্ষণ (কৃষক/ ফিল্ডম্যান/ ম্যানেজার/ অপারেটর)

জন

৮১২৭০

২১.

রেইন ওয়াটার হারভেস্টিং

সংখ্যা

৪০৪

২২.

গোপাট নির্মাণ

কি.মি.

২৩.

জলাবদ্ধতা দূরীকরণ (হেক্টর)

হেক্টর

৫৯৮৫

২৪.

ভূগর্ভস্থ নিষ্কাশন নালা

কি.মি.

২৫.

পাম্প হাউজ নির্মাণ

সংখ্যা

৩৩০

২৬.

সেমিনার/ওয়ার্কশপ আয়োজন

সংখ্যা

১৫

২৭.

পুকুর খনন সোলার পাম্পসেটসহ

সংখ্যা

৬২

২৮.

হ্যান্ড স্প্রেয়ার

সংখ্যা

১২৬

২৯.

সেচ এলাকা সম্প্রসারণ

লক্ষ হেক্টর

০.২২

৩০.

মোট সেচকৃত এলাকা

লক্ষ হেক্টর

৭.২৬