মোঃ রুহুল আমিন খান
চেয়ারম্যান (গ্রেড-১)
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
জনাব মোঃ রুহুল আমিন খান ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
জনাব মোঃ রুহুল আমিন খান একাদশ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে চুয়াডাংগা, ঝিনাইদহ, যশোর, পটুয়াখালী, গাইবান্ধা, পঞ্চগড়, পাবনা ও রংপুরে কর্মরত ছিলেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এর পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রকল্প পরিচালক ও আইসিটি ডিভিশনে প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএডিসি’র চেয়াম্যান (গ্রেড-১) হিসেবে যোগদানের পূর্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব খান প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে পি.এ.টি.সি’তে ফাউন্ডেশন কোর্স, এসিএডি, এসএসসি ও পিপিএমসি, চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ, বি.সি.এস প্রশাসন একাডেমীতে আইন ও প্রশাসন কোর্সসহ ভূমি প্রশাসন ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি প্রশিক্ষণ ও চাকরি সুবাদে জাপান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়শিয়া, তিউনিশিয়া, ভারত ও সৌদি আরব ভ্রমণ করেন।
জনাব খান বিবাহিত জীবনে দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মীনি একজন গৃহিনী।