আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি
চেয়ারম্যান (গ্রেড-১)
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান (গ্রেড-১) পদে ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে যোগদান করেন। বিএডিসি’তে যোগদানের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বীজ অনুবিভাগের মহাপরিচালক (বীজ) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বিএডিসি’র চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পান।
জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, এনডিসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এছাড়াও কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি), প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে কাজ করেন।
জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, এনডিসি ১৯৬৭ সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জনাব আব্দুর রহিম মিয়া এবং মাতার নাম মিসেস মাজেদা খাতুন। তাঁরা উভয়েই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ভূঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, এনডিসি ১৯৮১ সালে ভূঞাপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৩ সালে ইবরাহীম খান সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। উভয় পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। জনাব আব্দুল্লাহ সাজ্জাদ, এনডিসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।